ভালোবেসে যাও
ভালোবেসে যাও


জোনাকি আর মোমের আলোয় ,
ভিজছে আকাশ রাত্রি ভালোই ;
মুখোশ খুলে ভালোবেসে যাও ।
আয়নাদের ওই শোকমিছিলে ,
তোমার ভয়ের হিসেব দিলে ;
বাহু এবার শূন্যে তুলে দাও ।
এই যে এতবড়ো খাঁচাটা আমার ,
বপুটা নিজেরই ঢোকাও তোমার ;
চোখেতে রঙেরই নাচ দেখো ,
আমার গালেতে হাত ঘষো ।
একবার আমার ব্যাগে তুমি খুশি ভরে রাখো ,
ছায়াগুলো ঢাকে রোদ্দুরগুলো রোজ ।
হিসেবের ভীড়ে তাই আমি গুণে গুণে রাখি ,
তোমার মুখে ওই হাসিদের খোঁজ ।
কলের সাজে সাজতে নেই আর ,
এপথেই যে চোরা কারবার
মন আমার করতে শিখেছে ।
দেওয়ালগুলো প্রেমের কোপে ,
ধ্বসবে সবই একে একে ;
নতুন একটা গল্প লিখবে সে ।
এবারে সাপলুডো খেলবো না আর ,
পুট ফেললেই হোমে ঢুকে যাই ।
একেক গিঁটেতে শক্ত যে তার ,
তোমাকে সেই তারে বেঁধে রাখা চাই ।
একবার আমার ব্যাগে তুমি খুশি ভরে রাখো ,
ছায়াগুলো ঢাকে রোদ্দুরগুলো রোজ ।
হিসেবের ভীড়ে তাই আমি গুণে গুণে রাখি ,
তোমার মুখে ওই হাসিদের খোঁজ ।