ভালোবাসার সাক্ষী
ভালোবাসার সাক্ষী


কতোগুলো বসন্ত পেরিয়ে এলাম বলো?
পঞ্চাশ বসন্ত আজ আমাদের ভালোবাসার সাক্ষী।
দুধে আলতায় পা রাঙিয়ে এসেছিলে তুমি।
ফাগুনের হাওয়া সঙ্গে নিয়ে।
আমার মনেও লাগিয়েছিলে পলাশের সেই লাল আগুন।
মনে আছে তোমার খোঁপায় গুঁজে দিতাম রঙীন পলাশ।
লজ্জায় লাল তোমার মুখে ছড়িয়ে পড়তো
কৃষ্ণচূড়ার লাল সোহাগ।
জানো আজও ইচ্ছা করে দুজনে
আবীর খেলি।
তোমার হাতের ছোঁয়ায় আজ ও
কেমন যেন নস্টালজিক হয়ে পড়ি।
তোমার ভালোবাসার ছোঁয়ায়
আজও পুরানো তুমি কেই মনে করি।
এই ভাবেই হাজার বসন্ত পার হয়ে যাক,
একে অপরের হাত ধরে চলে।
প্রত্যেক বসন্ত সাক্ষী থাকুক
তোমার আমার ভালোবাসার,
প্রতিমূর্তি হয়ে।