STORYMIRROR

Akash Karmakar

Abstract Romance Tragedy

3  

Akash Karmakar

Abstract Romance Tragedy

ভালোবাসা ভালোবাসি

ভালোবাসা ভালোবাসি

2 mins
215

ভুলে যেতে যেতে হারিয়ে যাওয়ার ভেতর এক সুপ্ত উন্মাদনার ভিড়ে মেতে ওঠা মন চিৎকার করে শ্লোগান দেয়, আমি নীরবতা ভালোবাসি। 

ভালোবাসি ঝরা পাতার মর্মর ধ্বনি। ভালোবাসি আঁধার ভাঙা জোনাকি। 

ভালোবাসি একমুঠো চুরি করে আনা উষ্ণতা। 

ভালোবাসি হলদে পাতার মাঝে শুকিয়ে যাওয়া বিকেলের খোঁপায় গাঁথা গোলাপ। 

ভালোবাসি পুড়ে যাওয়া জ্বরে নিজেকে লুকিয়ে তোমার কাছে আসা। ভালোবাসি খোলা নীল আকাশের নীচে উড়িয়ে দেওয়া ঘুড়ির সুতোয় লিখে দেওয়া নাম। 

ভালোবাসি তোমার আঘাতে ভেঙে যাওয়া বোতাম। 

ভালোবাসি মিছিল শেষে ক্লান্তির ঠোঁটে লেখা শেষ বিদ্রোহী ঠোঁটের আঁচ। 

ভালোবাসি আলোর বিপরীতে দুটো কায়ার মোহনায় মিশে যাওয়া ছায়া। ভালোবাসি মনখারাপি চোখ ভেজায় ছুটে আসা দ্বন্দ্বের এ বুকের বন্দরে ফেলা নোঙর। 

ভালোবাসি ইচ্ছাকৃত লিরিক্সের ভুল শোধরানো ঘুম জড়ানো রাতে। 

ভালোবাসি আঙুলে আটকে রেখে হাত ধরে আকন্ঠ পান করা রোদেলা দুপুরে সুমধুর সুতানের কলতান।...

    

ভালোবাসিনা ভয়ার্ত কন্ঠে তোমার দরজার ওপার হতে ভেসে আসা গভীর কান্না। 

ভালোবাসিনা অপূর্ণ স্বাদে মানিয়ে নেওয়া নিজেদের আগামীর কোলাহলে। 

ভালোবাসিনা যন্ত্রণার ফেলে যাওয়া তোমার ঝুমকো, ক্লিপ। 

ভালোবাসিনা বৃষ্টিস্নাত সন্ধ্যায় অচেনা হয়ে যাওয়া তোমার নতুন স্বর। 

ভালোবাসিনা অভিযোগহীন বেনামী নীল খামে পাঠানো শেষ লগ্নের মুখোমুখি আসার আবদার।


আজ আর ভালোবাসিনা, আসে না ভালোবাসা। 

পারি না বাসতে ভালো। না পারি তোমাকে অন্যের মতন করে রাখতে, না পারি নিজের মতন করে ভাবতে। 

তুমি পাখি, পরিযায়ী। একবার এসেছিলে এ দেশে ভুল করে; ফিরে গেছ তারপর আবার। 

বপন করে গেছ স্মৃতির বীজ এ রুক্ষশুষ্ক পাথুরে মাটিতে। প্রতিবার ভাবনা আসে, আলোকবর্ষ দূরত্ব বাড়িয়ে যায়; 

পারে না তবুও আমাকে ছাড়িয়ে তোমাকে ভাসিয়ে দিতে মহাকাশে। 

মহাশূন্যে ভেসে ওঠা কালো ধোঁয়ার সাথেই উঠে দাঁড়ানোর লড়াই শুরু নিঃশব্দে ভাবলেশহীন ভাবে... মেরামত করার অনন্ত এক প্রক্রিয়া প্রতিটা বোবা জীবনের। 

নির্জন পথ ধরে নিরুদ্দেশের পথে এগিয়ে চলা সবাই তো নিজের কাছেই অচেনা যাযাবর।

      



Rate this content
Log in

Similar bengali poem from Abstract