ভালো থেকো
ভালো থেকো


কাচ, তুমি ভালো আছো?
অনেক কাল রামধনু আঁকো নি যে!
শরীরে এত্ত মেঘ জমেছে কেন?
দেওয়াল,কেমন আছো তুমি?
অনেককাল শ্যাওলা মাখো না যে!
বটের ঝুড়ি তোমায় গড় করছে যে!
জীবন ভালো আছো তুমি আদৌ,
বোতলে রক্ত শেষ করে দিচ্ছে বিষমদ,
জোনাকিকে কাঁদাচ্ছে নীল-সাদা টুনি।
বৃষ্টি তোমায় চিনতে পারি না কেন?
মুক্ত কি সব সমুদ্রকে দিয়ে দিয়েছো?
আদিম তুমি প্লাস্টিকে আটকালে না তো!
শিশুটিকে পাচ্ছি না খুঁজে কোত্থাও,
আমি হয়তো কার্টুন নেটওয়ার্কে খুঁজছি,
ও ইউটিউবে বার্বি হয়ে বসে হয়তো!
ভালো থেকো দিন, ভালো থেকো কাল,
ভালো থেকো এক থেকে দুই,
সীমার পর থেকে সীমা অবধি ভালো থেকো,
খুব ভালো থেকো তোমরা সব্বাই।