ভাগ্যিস
ভাগ্যিস


বউ ছেলে নাতি-নাতনি নিয়ে দারুণ আছি
সব থেকে উঁচু বাড়িতে
নিরাপদে।
ভাগ্যিস সে দিন ঠিক সময়ে
মিছিল থেকে কেটে পড়েছিলাম, নইলে...
এখন শহিদ বেদিতে পুষ্পস্তবক দিই
সে দিন মিছিলে যারা গুলি খেয়েছিল
মুখ থুবড়ে পড়েছিল রাস্তায়
তাদের মুখ মনেও পড়ে না,
তবু বানিয়ে বানিয়ে বলি---
কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কী কী করেছিলাম।
বউ ছেলে নাতি-নাতনি নিয়ে দারুণ আছি
শহরের সব থেকে উঁচু তলায়
নিরাপদে।
আমার গাড়ির সামনে এখন
হুটার বাজিয়ে ছুটে যায়
এস্কর্ট ভ্যান।
পত্নী-উপপত্নী আর
সফল পুত্র-কন্যাদের নিয়ে
শহরের দুই প্রান্তে দারুণ আছি
সব থেকে উঁচুতে
নিরাপদে।
ভাগ্যিস ওই বয়সেই রাজনীতিটা শিখে ফেলেছিলাম!