STORYMIRROR

Prosenjit Chattterji

Drama

3  

Prosenjit Chattterji

Drama

ভাব আর আড়ী

ভাব আর আড়ী

1 min
3.6K


খেলায় খেলায় খুনসুটি হলো ,

খেলনা নিয়ে তাই কাড়াকাড়ি।

একটু একটু মন কষাকষিতে ,

হঠাৎ কখন হলো বাড়াবাড়ি।


পুতুল পরলো ছোট্ট হাত থেকে ,

ভেঙ্গে গেলো সব খেলনাবাটি।

নালিশ জানিয়ে মায়ের কাছে ,

মন খুলে হলো তাই কান্নাকাটি ।


ভাব হলো তার তিনদিন পরে ,

পার্কের দোলনায় দুলে দুলে ।

খেলনাবাটি ভাঙ্গার সেই কথা ,

তখন দুইজনেই গিয়েছে ভুলে ।


Rate this content
Log in

Similar bengali poem from Drama