STORYMIRROR

Ratnadeep Pramanik

Abstract

4  

Ratnadeep Pramanik

Abstract

বদল

বদল

1 min
242

সুতোর ভেতর শরীর বদলায়,

শরীর বদলে নেয় নকশিকাঁথা|

পথের ঠিকানা বদলে যায়;

পথিকের পরিচয় থাকেনা একই|

যেমন আকাশের রং বদলায়,

তেমনি, ক্লান্তিহীন নই বদলায় গতি|


বদলে যায় প্রকৃতির ভাষা,

বিবরণও বদলে যায়|

খবরের কাগজে লেখা বদলায়,

ঢেউ বদলে যায় প্রত্যেক ঢিলে;

ক্যালেন্ডারে তারিখ বদলে যায়

 বদলে যায় দিনে-রাতে সময়|


সূর্যের বদলে চাঁদ আসে,

চাঁদের বদলে অমাবস্যা;

সম্পর্ক বদলে যায়,

সমীকরণও থাকেনা একই;

প্রতিক্ষণে, যেমন মানুষ বদলে যায়,

তেমনি, দেওয়াল ঘড়িতে সময় বদলায়|


তবে, বদলে যাওয়ার নিয়মটা,

কিন্তু বদলে যায় না!


Rate this content
Log in

Similar bengali poem from Abstract