বৈরাগ্য
বৈরাগ্য
তোমার জন্য একখানি গল্প লিখেছিলাম
ভুলে গেছিলাম আমার জন্য তো নির্দিষ্ট প্রেম নয়
বৈরাগী হবার পর আর সংসারে ফেরা যায় না
আচ্ছা ! বলোতো প্রেম কি বলে কয়ে আসে ?
ধরাবাঁধা জীবন কোনদিনই তো পছন্দ নয়
গতের জীবন যাপন ছাড়বো বলেই তো এই পথে
তারপর আচমকা দেখলাম তোমায়
আমি এখন দিকভ্রান্ত পথিক , ছুটে চলি
হাতড়ে চলি একটা পথ খুঁজে নিতে
আচ্ছা বৈরাগীর কি আবার সংসারে ফেরা চলে ?
মনকে দমিয়ে তো স্বয়ং ঈশ্বরও চলতে পারেনি
তবে এই নশ্বর বৈরাগী কি করে বৈরাগের পথে চলে ?
এক বুক প্রেম নিয়ে , তৃষ্ণা নিয়ে কি বৈরাগ্য আসে ?
বড্ড ইচ্ছা তোমার স্পর্শে আমি স্নাত হবো
তোমার আগুনে বহির্পতঙ্গ হয়ে দেবো ঝাঁপ
এসো এসো তৃষ্ণার এবার নিবৃত্তি করো ।
