বৈপরীত্য
বৈপরীত্য


দেখেছ কি সমুদ্রের অতল ঘরে সৃষ্টি হওয়া প্রবাল কীটের দ্বীপ?
সাগর নদীর মিলনে সৃষ্ট অদ্ভুত সেই বদ্বীপ,
মানুষ এখনো মানুষকে খায় ,নরখাদকের দল;
একই সঙ্গে আমরা বিশ্বাসী 'একতাই হল বল '
একটু একটু করে ফোটা পাপড়িতে জন্ম নেয় ফুল
মধু সঞ্চয়ী মৌমাছিতে ও আছে বিষাক্ত হুল,
সুন্দর আর অসুন্দরের অদ্ভুত সহাবস্থান
তাইতো রয়েছে একই সাথে জন্মস্থান ও কবরস্থান,
রাত ও দিন রয়েছে জীবনে ,
রয়েছে শিশিরবিন্দু তুচ্ছ তাইতো ভাবনা
মুসলমান না হিন্দু।