বাসস্টপে একদিন
বাসস্টপে একদিন


জীবনপথ ধরে এগােচ্ছে মৃত্যু আর জীবন
জীবন ও মৃত্যু দুজনেই
একই শহরে থাকে
ভিন্ন দুই মতের দুই বন্ধু
এদের প্রধানত বাসস্টপে
দেখা হয় কদাচিৎ
দেখা হলে দুবারই কথা
মােম হয়ে ঝরে ফুটপাতে
কিছু সময় পরে ফুটপাত বদল হয়
বাড়ি ফিরে দেখে মৃত্যু ও জীবন
ঘুমিয়ে একই বিছানায় ঠিক
এক সহজ কবিতার মতাে…