বারে বারে আমি চাহিতেছি
বারে বারে আমি চাহিতেছি
বারে বারে আমি চাহিতেছি
তোমারে করিতে স্মরণ
বিছায়েছো তাই মায়াজালখানি
মনেরে করিতে হরণ
জানিয়াছি আমি এ জয় তোমার
নহে ক্ষনিকের তরে
সৃজিয়াছো তুমি এ ভুবনখানি
আপনি খেলার ছলে
সুখ-দুখ দিয়া গড়িয়াছো
আপন মন্ত্রবলে
চলিবে তোমার এ চির খেলা
নিত্য নুতন সাজে
আজ যাহারে রাখিয়াছো তুমি
তোমার খেলার সাথী
হইবে সে কাল বিকল তোমার
নিত্য খেলার মাঝে
নাহি দ্বিধাভয়, নাহি সংকোচ
নাহি অভিমান মনে
চিরদিন ধরে এ জয় তোমার
রহিবে ভুবন মাঝে