বাঁদর থেকে উৎপত্তি
বাঁদর থেকে উৎপত্তি
আচমকা ক্যামেরার ক্লিক শব্দ শুনতেই নিজেকেঅপ্রস্তুত মনে হয় না ?
আমার ও খুব
পছন্দের সিনেমা রঙ্গিন টিভিতে
রং বাড়িয়ে দেখতে ভালোলাগে না ?
আমারও খুব
তারপর, ছোটবেলায় অনেক কুটুম একসাথে এলে
আলমারি কিম্বা টিভির পিছনে লুকিয়ে পড়তে না?
আমি ও খুব
এখন, ষাট পেরোনোর পর , ঘরে বসে নাতি নাতনির সাথে খেলা করতে করতে মাঝে মধ্যেই মানুষ কে বাঁদরের জাত বলে মনে হয় না?
আমারও খুব মনে হয়
এখন জীবন, বাঁদর থেকে উৎপত্তি মনে হয়