বাঁচতে চাও ভিতরে যাও
বাঁচতে চাও ভিতরে যাও


ভিতরে যাও, চরম বিপদ সামনে পথে
ঘরের কোণে অস্ত্র শানাও এক সাথে
চায়ের ঠেকে বাঁচবে কি আর গল্পকার
বিশ্ব যেনো সাজিয়ে চিতা খুলছে মৃত্যুদ্বার
ভিতরে যাও, বিরোধিতার তীব্র আগুন
সংখ্যা তত্ব বাকবিতণ্ডা দোহাই এখন
কাটবে কবে দূর-দিনের এই ঘোর অন্ধকার
সব নাগরিক জোট বেঁধেছে ভারত বাঁচার অঙ্গীকার
ভিতরে যাও, কোথায় পাবে খুঁজে ধর্মবোধ
নিজের কবর নিজেই খোরো, তুমি নির্বোধ
পকেট ভোরে রাখছ তুমি অবিশ্বাসের বারুদ স্তূপ
হাত গুটিয়ে দেখছো এখন প্রকৃতির এই রুদ্র রূপ
ভিতরে যাও, এই ইষ্ট-জপের রক্ষা কবজ
ভোগ-বিলাসী মানব জীবন নয়তো সহজ
কোন বাঁকে ফের চলবে ঘুরে অর্থনীতির ভাঙন গাড়ি
এবার এলো সময়ে ঘরে বন্দি হয়ে বাঁচতে পারি
ভিতরে যাও, আর কটাদিন বলব শুধু
একটু সবুর, আবার খেয়েও যতো মধু
জীবনধারা পাল্টে গেলো, একলা চলা শিখতে হলো
নিয়ম-কানুন পাল্টে ফেলো, নতুন স্লোগান লিখতে বলো
ভিতরে যাও, বাঁচতে হলে মন্ত্র একটি ভিতরে যাও
জানালা দিয়েই মুগ্ধ চোখে আকাশ তাকে দেখতে পাও
মায়ের আঁচল আজও ডাকে তার কাছেই বসতে চাও
ভিতর ঘরে তাকিয়ে দেখ নিজের শক্তি ছিনিয়ে নাও