STORYMIRROR

Manik Chandra Goswami

Abstract Classics

4  

Manik Chandra Goswami

Abstract Classics

অতীত স্মৃতি

অতীত স্মৃতি

1 min
12

অতীত স্মৃতি     

মানিক চন্দ্র গোস্বামী


ফেলে এসেছি অতীত সুদূরে

আঁধারের ঘন ঘোরে,

সময়ের সাথে বয়ে গেছে কাল

জাগতিক সংসারে।

স্মৃতির কোণে উঁকি মেরে যায়

দু'এক টুকরো ছবি,

অন্ধকারের অতল গভীরে

জ্বলে না দিবস রবি।

হারিয়ে গেছে সোনালী দিনের

ফুটফুটে শৈশব,

লুপ্ত হয়েছে সহপাঠীদের

দুরন্ত কলরব।

পুকুর ঘাটে স্নানের সময়

দুস্টুমি ভরা মন,

জল ছিটিয়ে খেলার ছলে

সাঁতারে আমন্ত্রণ।

ছুটির দিনে নীরব দুপুরে

গাছের শীতল ছায়ে,

তপ্ত দিনেও কেটে যেত দিন

মনোরম হাওয়া গায়ে।

ঝড়ের দিনে মাতামাতি ছিল

আম কুড়োনোর বেলা,

ঝম ঝমা ঝম বৃষ্টি ধারায়

ভিজে ভিজে খেলা।

সাঁঝের বেলা ঝিঁঝিঁর ডাকে

কাটে আঁধারের নীরবতা,

জোনাকিরা ঘরে আলো নিয়ে ঘোরে

অপরূপ স্নিগ্ধতা। 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract