অসুস্থ পৃথিবী
অসুস্থ পৃথিবী
জমেছে মেঘ মৃত্যুর ছায়া মাথার উপর,
জমেছে মেঘ তাই ঘরে বন্দি আজ চার প্রহর।
রাস্তাঘাট দূষণমুক্ত আজ শূন্য জনমানব,
বন্ধ আজ স্কুল,অফিস,দোকানপাট
দেশজুড়ে রোগের প্রকোপ।
সবাই আজ ব্যস্ত তাই
খুদে থেকে বৃদ্ধ,
কেউবা ঘরে কেউ বা বাইরে
প্রতিনিয়ত করে চলেছে যুদ্ধ।
বেড়ে চলেছে মৃত্যু মিছিল
হাজার থেকে কোটি,
জাতি-ধর্ম ভুলেছে দেশ, ধরার চেষ্টায়
রোগের টুঁটি।
অদৃশ্য আজ শত্রু তাই
নিরস্ত দেশবাসী,
খালিপায়ে খালি গায়ে কঠিন লড়াই
ফেরাতে সবার মুখে হাসি ।
নিরাশায় ভরা শোকাহত
সবার বুকে আগুন,
এরই মাঝে কত ঘটনা
ঘটে চলেছে নিত্যনতুন।
জানি হাসবে আবার আমার বাংলা
গাইবে জয়ের গান,
শ্রদ্ধা জানাবে সেই সকলকে
যারা দিয়েছে বলিদান।
