STORYMIRROR

Latifur Rahman

Tragedy Fantasy

4  

Latifur Rahman

Tragedy Fantasy

অসুখী মুখের আদল তোমার

অসুখী মুখের আদল তোমার

1 min
1.3K

অসুখী মুখের আদল তোমার


দীর্ঘকালের দর্শনহীন মুখের আদল তোমার।।

অন্ধকারে হাতড়ে হাতড়ে

তোমার বর্ননায় পড়ে নিচ্ছি,

রঙহীন বিরান ভূমির মতো একলা, নিঃস্ব।

টানা টানা বড়ো চোখের বল ছেয়ে আছে, অসম্ভব ক্লান্তি ছাপ।

নিকষ কালো আমাবস্যা আঁধারে ডুবে আছে চোখের দু ধারের চিকমিক শুভ্র জ্যেস্না রূপ।

ঠোঁটের দু পাড়ের শরীরে মেখে আছো, হে জরাগ্রস্থ ব্যাধি। 

কতকাল হাসি উধাও হয়ে গেছে, ভুলে গেছে পথ, রাস্তা আর সড়কের নীল বাতির সিগনাল।

বিছানায় গড়াগড়ি খেতে খেতে পাজর আর অস্তিমজ্জা.।

টানটান ক্লান্তিকর কায়িকশ্রমের মতো মহাকালের অসুখী জীবন।

দু পায়ের শিরায় আর মাংসের উপর খাবলে খাওয়ার মতো অসহ্য ব্যথায় শব্দহীন আর্তনাদ।

তোমাকে অদেখাই পড়ে নিচ্ছি, তোমার র্নিবিষ বর্ননায়।

চোখ বুজে দেখছি তোমাকে,

তোমার মেঘমুখ, তোমার উধাও হাসি।

ললাটে মাখানো অসুখী ছাপ।



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy