STORYMIRROR

Silvia Ghosh

Fantasy

3  

Silvia Ghosh

Fantasy

অসুখ

অসুখ

1 min
17.4K


আমি চাই জ্যোৎস্না রাতে তোর চিবুক ছোঁয়া শিক জানালার গরাদ হতে,

মন খারাপের বিকেল গুলোয় ঠাণ্ডা কফির পেয়ালা হতে, 

হতে চাই, হতে চাই , হতে চাই।    

তোর হারানো তাসের দেশের ইস্কাবনের বিবি বনতে, 

রোজ শনি বার রেসের মাঠের তোর বাজিগর ঘোড়সওয়ার হবোই এবারে। 

তোর বৃদ্ধ বুকের পক্ক কেশের কঠিন জ্বর হতে চাই, 

আমি তোর বঙ্গলক্ষ্মীর না মেলা দুই সংখ্যা হতে চাই, 

আমি তোর আলগা রাখা ঠাণ্ডা ভাতের লবণ হতে চাই, 

আমি তোর সব অসুখের কারণ হতে চাই ৷ 


రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్

Similar bengali poem from Fantasy