অসমাপ্ত ভালোবাসা
অসমাপ্ত ভালোবাসা
জীবনের ভিড়ে হারিয়ে যাচ্ছিলাম আমি
হঠাৎ ভিড়ের মধ্যে হাতটা ধরে ছিলে তুমি
না হলে কোথায় হারিয়ে যেতাম জানি না
হয়তো কেউ আর কোনদিন খুঁজে পেতো না।
জীবনটা যে এতো সুন্দর ভাবিনি কোনোদিন
তোমার ভালোবাসার সবকিছু হয়েছিল রঙিন।
কিন্তু হায় জীবনে সব কিছু সবার জন্য হয় না
আমার ভালোবাসা আয়ু বেশী দিন ছিল না
হঠাৎই একদিন এই পৃথিবী ছেড়ে অজানা জ্বরে
তুমি চলেগেল আমায় ফেলে সব বাঁধন আলগা করে।

