অপেক্ষা
অপেক্ষা
দিশাহীন এক অপেক্ষায় মগ্ন যে আমি।
জানেনা কবে ফিরবে সে...
থেকে থেকেই কৌতূহলী মন প্রশ্ন করে,
আদৌ ফিরবে কি কখনো সে?
প্রশ্নটা বড়ো জটিল,
তবে উত্তরটা খুবই সহজ,
অপেক্ষা এবং ধৈর্য।
সময়ের ছন্দে দুলতে দুলতেই
করছি আমি তোর অপেক্ষা।
অন্তহীন এক অপেক্ষা।

