STORYMIRROR

Latifur Rahman

Tragedy Fantasy Others

3  

Latifur Rahman

Tragedy Fantasy Others

অন্যদের মতো

অন্যদের মতো

1 min
168

অনেক দিন কথা না হলে

সম্পর্ক জলে মাখা মাটির মতো সরস হয়ে যায়

এই সুপ্রাচীন রীতির খোলস থেকে

অন্যদের মতো

তুমি ও হয়তো বের হতে পারোনি

অনেক দিন দেখা না হলে চোখের নিচে সরু

কালো তিলের স্থাপন অঞ্চল নিয়ে

আকস্মিক স্মৃতি বিপর্যয় ঘটে যাওয়া

অন্যদের মতো

হয়তো স্বাভাবিক বলবে

বহুকাল পরেও যখন দুটো মানুষ

ক্ষনিক সাক্ষাতে ভুলে যেতে পারে

ফেলে আসা সব দেখাহীন বা কথাহীন শোক

আমাদের ও তেমন হওয়া অমূলক নয়

হয়তো অনেক দিন কথা নেই আমাদের দেখা নেই

কিন্তু এরপর যদি কখনো কথা হয় বা দেখা হয়

আমরাও তো খুব দ্রুত এই বিরান জীবন

ভুলে যেতে পারবো

আমি পারবো

অন্যদের মতো

তুমি ও পারবে?



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy