অন্য মিছিল
অন্য মিছিল


মিছিল হোক সশস্ত্র যাতে,
হাঁটবে সবাই কলম হাতে।
স্লোগান উঠবে মানুষের নামে,
বিকোবে হিংসা প্রেমের দামে।
মিছিল চলবে শিক্ষার দাবিতে,
মিছিল চলবে স্বাস্থ্যের তাগিদে।
এমন মিছিলের কোথাও কখনো খবর পেলে,
জানিও আমায়, আমিও থাকবো সেই দলে।
মিছিল হোক সশস্ত্র যাতে,
হাঁটবে সবাই কলম হাতে।
স্লোগান উঠবে মানুষের নামে,
বিকোবে হিংসা প্রেমের দামে।
মিছিল চলবে শিক্ষার দাবিতে,
মিছিল চলবে স্বাস্থ্যের তাগিদে।
এমন মিছিলের কোথাও কখনো খবর পেলে,
জানিও আমায়, আমিও থাকবো সেই দলে।