STORYMIRROR

SHUVASHIS HAZRA

Abstract

4  

SHUVASHIS HAZRA

Abstract

বৃষ্টি এমন নামুক ....

বৃষ্টি এমন নামুক ....

1 min
504

আছে সর্বহারার কান্না, আছে পুঁজির অহংকার,

আছে বাহুবলের দম্ভ কিংবা ধর্মের ভয়,

বৃষ্টি এমন নামুক মুছে যাক দেওয়াল লিখন, হোক মানুষের জয়।


বাবরের করা ভুলের মাশুল গুনছে আক্রম,

মাপা হয় দেশপ্রেম , নিতে হবে প্রতিশোধ,

বৃষ্টি এমন নামুক ভিজে যাক বিবেক ফুটুক মূল্যবোধ।


শহরের রাজপথ রক্তাক্ত , ফুঁপিয়ে ওঠে কান্নায়,

পাথর হয়ে পড়ে আছে যারা করছিল মূর্তির নামে হানাহানি,

বৃষ্টি এমন নামুক ভুলিয়ে দিক সব বিবাদের কাহিনী।


আছে রাজা, আছে মন্ত্রী আর বিশাল সেনাদল,

চলে বৈঠক আর কষা হয় বোকা বানানোর ষড়যন্ত্র,

বৃষ্টি এমন নামুক যৌবন পাক ভীত নাবালক গণতন্ত্র।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract