ওরা যারা মারলো তোমায়
ওরা যারা মারলো তোমায়

1 min

492
ওরা যারা মারলো তোমায় ভীষণভাবে রাজার ভক্ত,
মনোবল ঠুনকো ওদের , শুধুই কেবল শরীর শক্ত।
তুমি তবু বুকের ভিতর জ্বালিয়ে রেখো বহ্নিশিখা,
এই আঁধারে তুমিই জোনাকি দেখাবে দিশা।
যদি ওরা ভয় দেখিয়ে রাত্রিবেলা কড়া নাড়ে,
গেয়ে উঠো গান কণ্ঠভরে ভীষণ জোরে।
ওরা যদি মারতে আসে চেঁচিয়ে উঠে দ্বেষের নামে,
তুমি তবু রক্ত দিয়ে বুঝিয়ে দিও দেশের মানে।
ওরা তোমার নামের মধ্যে খোঁজে যদি ধর্মের পরিচয়,
জানিয়ে দিও এদেশে রামপ্রসাদও বিসমিল হয়।