STORYMIRROR

Manik Chandra Goswami

Abstract Classics

4  

Manik Chandra Goswami

Abstract Classics

অনুভব

অনুভব

1 min
14

অনুভব

মানিক চন্দ্র গোস্বামী


কেটেছে বেশ কয়েকটা যুগ,

পার হয়েছে অনন্ত সময়,

জমাট বেদনায় ভারাক্রান্ত বুক,

সৃষ্ট জগতে অনাসৃষ্টির প্রলয়।

বিবর্ণ পাতার হতাশ দীর্ঘশ্বাস,

ধুলায় লুটিছে সবুজের সম্মান,

সাঁঝের শোভায় আঁধারের ত্রাস,

দিবস দীপ্তি সন্ধ্যায় ম্রিয়মান।

শুস্ক নদীর ফুটিফাটা মাটি,

জীর্ণতা প্রকাশ পেয়েছে দেহে,

কালের প্রবাহে ভেসেছে শতকোটি,

সাম্যতা হারিয়ে গেছে গৃহে।

অবাধ আগ্রহ শরীরী সৌষ্ঠবে,

ভেঙে গিয়েছে বাহ্যিক বাতাবরণ,

পেশী শক্তির রাজকীয় গৌরবে,

অন্তরের অন্তঃস্থলে অবারিত আগমন।

রয়ে গেছে অতীতের পিছুটান,

জীবনের প্রান্তে নিঃশর্ত সমর্পন,

ঔদ্ধত্বের বীরত্ব অবশেষে ম্লান,

অনুকম্পার সমুদ্রে নিঃশব্দ তর্পন।

এইরূপে পেরিয়ে যুগ যুগান্তরে

আন্তরিক ভালোবাসার প্রদীপ্ত শিখায়,

অনাবিল আনন্দ প্রজ্জ্বল অন্তরে,

তৃপ্তির লহরীতে উদ্ভাসিত প্রণয়।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract