অন্ধকারের জীবন
অন্ধকারের জীবন
অন্ধকারের জীবন
মানিক চন্দ্র গোস্বামী
ফুটেছিলো সন্ধ্যাকালে ছোট্ট একটি কুঁড়ি,
সকালেতেই যাচ্ছে দেখি ধুলায় গড়াগড়ি।
তথাপি মলিন মুখেতে হাসি।
সবার প্রিয় বাহারি রঙের ফুল,
মালা গাঁথা, কখনো ঝুমকো দুল।
সুঘ্রাণ নেওয়া সকলেই ভালোবাসি।
ফুল অর্পনে শ্রদ্ধালুরা দেবতাদের পূজে,
ফুলদানির ফুলেতে ঘরটি ওঠে সেজে।
বিবাহের সাজে ফুলগুলি অপরূপ।
ছোট্ট ফুলের স্বল্প জীবনে সর্বনাশা,
সন্ধ্যাকালে ফুটে ভোরে ভাঙলো প্রত্যাশা।
অন্ধকারেই রইলো চাপা রূপ।
