অক্ষত অক্ষর
অক্ষত অক্ষর


জুঁই ফুলের সাথে একাত্ম হয়েছি,
নিঃশব্দে ঐচ্ছিক স্বপ্নটা আত্মবিশ্বাসী,
বাস্তবতার খাঁজে অন্তরাত্মার ঐকান্তিক চেষ্টা।
তোমার স্বপ্ন সমুদ্দুরে ঠাঁই এলোমেলো
অক্ষরমালা,
কঁম্পিত হিয়ার মাঝে ক্ষণিক বিচরণ,
অতলান্ত গহ্বরে আসবে পরিপূর্ণতা!
ফুলের গন্ধে মাতোয়ারা আনমনা তনু,
সুতীব্র সুবাসে হিন্দোলময় অনুপরমাণু,
একটা কলমপাখি নবমুক্তিতে ডানা ঝাপটায়।
এখন কবিতার সাগরে ডুবে আছি,
অজস্র অক্ষরমালা মুক্তির অপেক্ষায়,
বেশ তো আছি এই একান্ত পরিচয়ে!