STORYMIRROR

Tuloshi Chakraborty

Abstract Tragedy

3  

Tuloshi Chakraborty

Abstract Tragedy

অকালে পতন

অকালে পতন

1 min
411

এই গ্রামে সবচেয়ে ধনী নিতেন বাবু,

তার কথায় গ্রামশুদ্ধ লোক হয় যে কাবু,


অত্যন্ত সুন্দরী টুম্পা নামে একটি মেয়ে আছে তার,

আচার ব্যবহারে,পড়াশুনায় মেয়েটি চোখের মনি সবার, 


এইতো সেদিন উচ্চমাধ্যমিকে নব্বই শতাংশ নিয়ে করলো পাস, 

এই মেয়ে ডাক্তার হবে এটাই সবার আশ,


বয়স তো সবে আঠারো হলো পার, 

এখন হস্টেলে থেকে কলেজে পড়া চলছে তার,


সেইখানের একটি গরিব ছেলে প্রেম নিবেদন করেছে টুম্পারে, 

এই খবরটা ট্রেনের মতো ছুটে গেলো নিতেনবাবুর দরবারে,


বাবু খুব রাগি লোক যাই ভাবে তাই করে বসে,

রাগে গজগজিয়ে ভাবছেন এ মেয়ে কালীমা সন্মানের পাশে,


বললেন-পড়াশুনা আর নয় আজই আনবেন কলেজ ছাড়িয়ে ,

দুদিনের মাঝেই বন্ধু জগেনের গলায় দিবেন ঝুলিয়ে,


মা বলছে কেদে কেটে তোমার বন্ধু জগেন মেয়ের পাত্র?

খারাপ নয় বত্রিশটা দাত পরেছে মাত্র, 


আর দুটোদিন মেয়ে থাকনা আমার কাছে,

কটামাস পরে দিলে বিয়ে কিবা ক্ষতি আছে??


বাবু তখন ধমকে বলেন চুপ করো আগুন জলছে আমার মাথায়, 

তোমারো ইচ্ছে হলে চলে যাও মন চায় যেথায়, 


বাবার রাগ ,মায়ের কষ্ট ,নিজের হতাশায়, 

টুম্পার এখন দিবারাত চোখের জলে বালিশ ভিজে যায়, 


কি করবে ভেবে না পেয়ে আর,,

সবাইকে কাঁদিয়ে চিরবিদায় নিলো এবার।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract