অকাল মৃত্যুতে
অকাল মৃত্যুতে
বন্ধ হয়ে গেলো হঠাৎ প্রাণের স্পন্দনে,
স্তব্ধ হলো বুকের হাঁপর মৃত্যু আলিঙ্গনে।
ডাক্তারের শত চেষ্টা ব্যর্থ করে দিয়ে,
চির নিদ্রায় শায়িত শরীর রোগের জ্বালা বয়ে।
ঠোঁটের কোণে মিষ্টি হাসি, অভিযোগ নেই কোনো;
ধরণীর বুকে এমন আঘাত ধ্রুব সত্য জেনো।
চুপিসারে অজানা রোগের দাপুটে যন্ত্রনা,
ছিনিয়ে নিয়ে গেলো মায়ের স্বপ্নের সাধনা।
হয়তো বা কোনো অভিমান বশে হারিয়ে যাবার তাড়া,
শক্তি হারিয়ে পিতার দুচোখে বয়ে চলে বারিধারা।
বয়স কালে বৃদ্ধ হয়ে কেউ যদি মারা যায়,
মনের আঘাত মনের জোরেই সহ্য করা যায়।
তোর তো ছিল জীবনটাকে উপভোগের সময়,
দুচোখ ভরে জগত টাকে দেখার ইচ্ছে রয়।
বিনা মেঘে বজ্রপাতে কে যে ধরে তরী হাল,
তুফানী হাওয়ায় দিশেহারা এই সংসারে ছেঁড়ে পাল।
শাসন, বাঁধন সব ছাড়িয়ে চলে গেলি কতো দূরে,
ছবি হয়েই ঠাঁই মিলেছে ঘরের দেওয়াল 'পরে।
চোখের জলও শুখিয়ে যাবে একদিন এই ভবে,
সময়ের সাথে তাল মিলিয়ে স্মৃতিটুকু রয়ে যাবে।
