অঘোষিত বিপরীত্ম্যের দিনযাপন
অঘোষিত বিপরীত্ম্যের দিনযাপন
যদিও লাশের গন্ধ আজন্ম ছোয়নি কড়া দামি সুগন্ধিতে ভরা তোমার নসারন্ধ্র,
তবুও কি তুমি অন্তরে আধ গলা লাশ নও?
যদিও মৃত বাড়ির আর্তনাদ শুনে নাই তোমার শোষণে উৎফুল্ল মন,
তবুও কি তুমি বিবেকের চিৎকারে রক্তাক্ত নও?
যদিও ক্ষুধার্ত মুখের বাসি স্বাদ পাই নাই
খাবারের আধুনিকায়নে ঠাসা তোমার উদর,তবুও কি তুমি লালসার পঁচা ঢেকুরে অতৃপ্ত নও?
যদিও অভাবের কড়াল থাবা চিহ্ন আঁকে নাইতোমার কোমল চাদরে ঢাকা দেহ,
তবুও কি তুমি বিত্তের কামড়ে বিষাক্ত নও?
প্রকৃতির অমোঘ ডাক আসছে তেড়ে,সাধারণের প্লাবনে আচমকা তোমার আমার ভেদ
ঝনঝনিয়ে মুড়মুড়িয়ে চৈত্রের তাপে পড়বে ঝরে।