আজ আমার পুরোটাতে শুধুই তুমি
আজ আমার পুরোটাতে শুধুই তুমি
1 min
205
আজ পুরোটাতে শুধু তুমি,
প্রাপ্তির মধুর স্বাদে আনন্দে তুমি
যুগান্তরের তপস্যার একমাত্র মন্ত্র তুমি
হারানো পথের প্রতিটি বাঁকে তুমি।
আজ প্রলয়ের ঘন্টা ধ্বনিতে শুধু তুমি,
সমান্তর গুনোত্তরের ক্রমবৃদ
Advertisement
্ধিতে তুমি,
না বলা সব শব্দের উচ্চারণে তুমি,
প্রশ্বাসের টানের সব ঘ্রাণেই তুমি।
আজ অধরের বলিরেখাতে শুধু তুমি,
কবেকার তুলে রাখা ঝুল ধরা চাদরের ভাজে তুমি
মরণ মুহুর্তের যন্ত্রনাতেও তুমি,
আজ আমার পুরোটাতে শুধুই তুমি।