STORYMIRROR

Arijit Ojha

Abstract

3.8  

Arijit Ojha

Abstract

অধরা বৃষ্টি

অধরা বৃষ্টি

1 min
908


স্বপ্ন ছিল, এই ধূসর মাটির বাঁধন ছিড়ে,

ওই নীল আকাশ ছুঁতে চাওয়ার। 

তাই স্বপ্ন পূরণের, আকাশ ছোঁয়া অট্টালিকা,

আর একলা ব্যালকনি,এখন আমার সাথী। 


সেখানে মেঘের ছোঁয়া আছে। 

আছে বর্ষা ভেজা বিকেলে, সব কিছু থেকে,

নিজেকে হারিয়ে ফেলার, রঙিন নেশা। 


কিন্তু মনের কোন জমে থাকা,

হাজার অভিমানে,গুমরে ওঠা মেঘ গুলো,

যখন বৃষ্টি হয়ে হারিয়ে যায়,

অনেক নিচে, লুকিয়ে থাকা সেই ধূসর কাদা মাখা পথে,

তখন বড্ডো খুঁজে পেতে ইচ্ছে করে,

সেই ধুলো মাখা সোঁদা গন্ধটা।


যে গন্ধে লুকিয়ে আছে,

সাঁঝ বাতির আলো আঁধারে ঘেরা একটা তুলসীতলা,

বৃষ্টি ভেজা বাতাসে কোরাস গাওয়া ব্যাঙের দল,

আর হারিয়ে যাওয়া অনেক রঙিন গল্প।


হয়তো দূরত্বটা বড্ডো বেশি,

তাই চোখ বুজে হাজার চেষ্টাতেও,

খুঁজে পাইনা সেই মন কেমন করা গন্ধটা। 


বর্ষা আছে আজও, আর আছে,

রংচটা স্মৃতি ফলকের মতো আবছা,

একরাশ গল্প, যারা থেকেও আজ আর নেই।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract