অব্যক্ত
অব্যক্ত
দিন শেষে রাত নামলো,
তবু তোমায় আমি ভাবি প্রতিক্ষণ,
তোমায় খুঁজতেই হঠাৎ আমার -
অন্ধকার থেকে আলোয় বিচরণ।
আমার সাদা কালো স্বপ্নগুলো,
তোমার ভাবনাতেই যে রঙিন,
তোমায় একটু দেখার অপেক্ষাতেই -
আমি বসে থাকি প্রতিদিন।
তোমায় ছাড়া এ মন যে -
আর কাওকে ভালোবাসতে জানে না,
তোমায় কাছে পাওয়া ছাড়া,
আর কিছুই আশা করে না।
তোমায় কিছু বলতে চাইলেও
দিন শেষে বলা যায় না,
মনের গোপনে রয়ে যায় কথা,
হয়ে যায় ছোট্ট রঙিন ভাবনা।
অব্যক্ত কথাগুলো সব
ব্যক্ত আছে আমার ডায়েরি তে,
পাতা উল্টে পড়ে নিও
কোনো একদিন আমার অজান্তে।

