STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance Others

3  

Partha Pratim Guha Neogy

Romance Others

অবুঝ হৃদয়

অবুঝ হৃদয়

1 min
184

অবুঝ হৃদয়

যেন ভালোবাসার এক নদী

আমি চেয়েছিলাম দিতে পাড়ি ,

ভালোবাসা শুধুই তোকে ভালোবেসে ।

আমার নোঙ্গর হারা হৃদয় হতে

ভালোবাসা তুই ভেসেছিলি

হৃদয়ের জোয়ারের স্রোতে ।

হৃদয়ে জেগেছিলো আবেগ ,

হৃদয় আকাশের গাঢ় কালো মেঘ

দু’চোখে সেটা অশ্রু হয়ে ভাসে

হৃদয়ের নীল আকাশে ।

ভালোবাসা তোর জন্য …দু’চোখ জ্বলেছে

মনটাও আমার পুড়ে গেছে ।


Rate this content
Log in

Similar bengali poem from Romance