STORYMIRROR

Abhijit Halder

Abstract Fantasy Others

4  

Abhijit Halder

Abstract Fantasy Others

অবকাশ -৫৫

অবকাশ -৫৫

1 min
215

কথা ছিল আধুনিক বাক্যের ভাষাতে নয়

কিংবা দামী সিগারেটের ধোঁয়া উড়িয়ে রাস্তার মাঝে নয়

কথা ছিল সিন্ধুলিপির ভাষাতে

কথা ছিল গৌতম বুদ্ধের লেখার ভাষাতে।

কথা ছিল উষ্ণ মরুভূমির বালি পুঞ্জে

কথা ছিল মাউন্ট এভারেস্ট জয় করার শুভেচ্ছা বিনিময়ে।

কি কথা ছিল ?

প্রাচীন ইতিহাসের কথা ছিল জন্ম পুনর্জন্ম হতে

এ জন্ম হতে আগামী জন্মের দূরত্বে কথা ছিল।

ধ্বংসস্তূপের ভিতর দাঁড়িয়ে স্বপ্নভরা অভিশাপ

একের ভিতর এক দুইয়ের ভিতর এক সূত্রে

কথা ছিল শহর নগরের ব্যবধান পেরিয়ে।

কথা ছিল আধুনিক বাক্যের ভাষাতে নয়

কিংবা রাজত্বের সিংহভাগ জুড়ে নয়

কথা ছিল প্রাচীন ভাষাতে

কথা ছিল শিরদাঁড়া ভাঁজের রেখার পথে।

কথা ছিল বৃষ্টির বিন্দু মাটিতে শুকিয়ে

কথা ছিল আকাশের বিদ্যুৎ চমকানির গহীনে।

কথা ছিল পথিকের হৃদয়ে

কথা ছিল কথা ছিল লালিত জীবনের অধ্যায়ে।।

© Abhijit Halder

  27.10.2023



Rate this content
Log in

Similar bengali poem from Abstract