অভিমানী ছেলে
অভিমানী ছেলে
ধীরে ধীরে বেড়ে চলে নীরব অভিমান,
ক্রমে ক্রমে তা হয়ে যায় আকাশ সমান।
দেখেও দেখো না তুমি, বুঝেও অবুঝ,
আমি বুকের গভীরে খুঁজে ফিরি হারানো সবুজ।
কথাগুলো আজ পথহারা সুরহীন গান,
মনের ভিতরে বেড়ে চলে নীরব অভিমান।
থেমে গেছে কোলাহল,সুখ নির্বাসনে,
অভিমান বেড়ে যায় একাকী নির্জনে ।
অভিমানী নিঃসঙ্গ আমি,কে রাখে তার খোঁজ?
ভেবেছি পাঠিয়ে দেবো এ খবর বিশ্ব জুড়ে,
এই সংবাদ যে প্রেমহীন অভিমানে আমি নিখোঁজ।
ভালো থেকো পৃথিবী,ভালো থেকো সব,
অভিমানী ছেলেহীন,চলুক উৎসব ।

