অবহেলায়
অবহেলায়


পড়ে আছে চিঠির তাড়া হয়তো বা অবহেলায়,
তোমার টেবিলের ড্রয়ারে কাগজপত্রের তলায়।
আধুনিক হতে আমি পারি নি এই শেষ বেলায়,
তাই আজো আমি চিঠিই লিখি মননের দোলায়।
হোয়াটসঅ্যাপে আর মেসেজে কী হাতের ছোঁয়া থাকে,
অবহেলায় পড়ে থাকবে জেনেও লিখি চিঠি এসে জীবনবাঁকে।।
(বিষয়: চিঠি লেখার অভিজ্ঞতা)