অভাবীর আশা
অভাবীর আশা
দুটো পয়সায় ভিক্ষুকের কাটতে পারে রাত,
চিকচিক করে ওঠে চোখের কোনে জল,
আশা করে বাড়িয়েছিল তোমার দিকে হাত,
প্রত্যাখ্যানে সংকুচিত মন পায় না বল।
অধিকাংশের ভিক্ষাবৃত্তি অর্থোপায়ের নেশা,
ভালোমানুষ কতিপয়ের অর্থাভাবের ফল,
বাধ্য হয়েই মেনে নিয়েছে ভিক্ষাবৃত্তি পেশা,
পথেই নেমেছে হারিয়ে ফেলে পায়ের নিচের তল।
সকল মনেই ইচ্ছে আসে মানুষ হয়ে বাঁচার,
পারিপার্শ্বিক সমস্যা কারো হয় যে পথের কাঁটা,
জীবন যুদ্ধে হার মেনে কেউ পথেই বাঁধে ঘর,
সহজ ভাবেই আহ্বান করে অনুকম্পার খোঁটা।
তবুও যদি মনের মাঝে একটু দয়া জাগে,
পয়সা কিংবা খাবার কিছু হাতের 'পরে দিয়ে,
দেখবে চেয়ে ঠোঁটের কোণে খুশির ছোঁয়া লাগে,
পরিতৃপ্তির প্রকাশ দেখো কষ্টের বোঝা বয়ে।
গরিব মানুষ অনেক আছে, সবাই পাতে না হাত,
মান সম্মান জলাঞ্জলী দেওয়ার ইচ্ছে নাই,
সত্যিকারের অভাবীদের সদাই জোটে না ভাত,
একটু তোমার সহযোগিতায় বাঁচার আশা পায়।
