STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Abstract Romance Tragedy

4  

শিপ্রা চক্রবর্তী

Abstract Romance Tragedy

অবাঞ্ছিত অতিথি

অবাঞ্ছিত অতিথি

1 min
210

আমি পলাশের মত রঙিন হতে চেয়ে

ছিলাম তোমার ভালোবাসায়,

কিন্তু বুঝতে পাড়িনি কখন বসন্তের

ঝড়াপাতা হয়ে ঝড়ে পড়েছি

তোমার হৃদয় আঙ্গিনায়।

আজ আমি তোমার মনের

কোনে এক অবাঞ্ছিত অতিথি,

তোমার নতুন ভালোবাসার উত্তাল

জোয়ারে ধুয়ে যাবে আমার

সমস্ত রঙিন স্মৃতি।

শুধু থেকে যাবে তার বিবর্ন,

ফ‍্যাকাসে, জীর্ন, কিছু ছাপ,

উজ্জল হবে সে স্মৃতি যখন তোমার

অন্তরে বিরাজ করবে বিশ্বাসঘাতকতার গ্লানিতে ভরা গভীর কালো রাত।

পুরাতন স্মৃতিকে যাবেনা

কিছুতেই উপড়ে ফেলা,

অতীতকে কি অত সহজে যায় ভোলা!

আমি চাইনা তোমার মনে

অবাঞ্ছিত অতিথি হয়ে বাঁচতে,

তোমার মনকে আঘাতে

ক্ষতবিক্ষত করতে।

তাই নিজেকে নিজেই নিলাম

তোমাদের জগত থেকে উপড়ে,

তুমি তোমার খুশির খেলাঘর সাজাতে

থাকো একটু একটু করে।

সেই জগতে নাই বা পেলাম আমি স্থান,

তবুও তোমার মনের গোপন কঠুরিতে

পাওয়া যাবে আমার অস্তিত্বের সন্ধান।

ভেসে যাব আমি ঠিক একদিন

তোমার খরস্রোতা নোনা অশ্রু ধারায়,

কাঁকর হয়েই না হয় থেকে যাব

তোমার চোখের দুটি তারায়...


Rate this content
Log in

Similar bengali poem from Abstract