আসতে হবে
আসতে হবে


চতুর্দিকে জোর খবর
শুরু হলো বইমেলা,
তাড়াতাড়ি পৌছে গেলে
মিলবেই বই মেলা।
সাথে কবি আর লেখক
তকমা এঁটেছে,
দেখতে তাদের ছুটছে সবাই
চপ্পল ফেটেছে।
কিনলে বই কদর কোরো
তাকে রেখো না,
উইপোকাতে কাটলে কিন্তু
সবার পাবে কান্না।
বই মানে "বিদ্যাং দেহি"
সেটা কিন্তু মেনো,
তাই বই কিনতে বইমেলাতে
আসতে হবে জেনো।