আরেকটি আলেয়ার আলো
আরেকটি আলেয়ার আলো


পশ্চিম দিকটা বেয়ারা বড়ো ,
কখনও সেনসেশনের অরবিটে বাঁধে ,
কখনও অস্ত যাওয়া সূর্যে মিলোয় ;
তাই আলো আলো করে চেঁচাবো কি
টুপ করে নিভে যায় আলেয়ার মতো ।
অর্কিডের সংগ্রহে মন বাঁধতে যাই ,
এদিকে আমগাছ মুখের কাছে ঝোলে ,
আরামের পিপাসায় দৌড় দেখেই নুয়ে পড়ে ।
আমি শহরটাকে জেরুসালেম হতে বলিনি ,
হতে বলিনি বাগদাদও ;
কারণ সেবার লোভে একটা পিপাসায় হঠাৎ
শিখরের হাতছানি পেয়ে মরণ , মানা যায় না ।
অনেক বছর হলো একটা আলোরেখা
দেখতে পাচ্ছি না , কীসের জন্য জানি না ।
হতে পারে আলোটা ওজোনস্তরে খেলা করে ,
কিংবা তীর মেরে চাঁদের থেকে পেড়ে আনতে
নেমে আসে আরও এক অমাবস্যা ;
এও হতে পারে সবুজবাড়ির লোক বেড়ে গেছে ;
আরও একবার তোমাদের আলেয়া নিয়ে
মনখারাপ করিয়ে দিলাম ।