STORYMIRROR

Sayani Banerjee

Classics

3  

Sayani Banerjee

Classics

আন্দোলন

আন্দোলন

1 min
535

তর্ক কিছু কথার পৃষ্ঠে 

সঠিক যুক্তি নিজের মত ,

বৃহৎ হয়ে দাবির চাদর 

আন্দোলনে পরিণত l 

মিলিত গলায় উগরে রোষ ,

অনড় ভাবনা নিজের পথে -

আমি ন্যায্য আমার চোখে ,

উচিৎ তুমি তোমার মতে l 

পরিণাম জানেনা কেউ ই ,

কেউ জানেনা ভবিষ্যৎ ,

আন্দোলনে উড়ছে কিছু 

খুলতে চাওয়া পাকানো জট l 

প্রতিবাদের ভাষা বলে ,

ভাষা বলে দাবি ছুঁয়ে ,

আন্দোলনের শেষ লাইন 

থেকে যায় শুধু মিছিল হয়ে ll


Rate this content
Log in

Similar bengali poem from Classics