আন্দোলন আজ প্রাসঙ্গিক
আন্দোলন আজ প্রাসঙ্গিক


যখন প্রতিষ্ঠিত বিজ্ঞানী জ্যোতিষকে করে বরণ,
তখনই প্রাসঙ্গিক হয়ে ওঠে আন্দোলন।
যখন চারিদিকে কেবল তোষামোদকারীদের ভিড় আর ভ্রষ্টাচার,
উচ্চতলার কর্মীরা নেয় উৎকোচ
আর সেই উৎকোচ দিয়ে কার্যসিদ্ধি করতে কেউ করে না সংকোচ,
যখন সমাজ হাঁসফাস করে
মিডিয়া আর কিছু বাছাই করা বুদ্ধিজীবীর নাগপাশে,
চারদিকে যখন অভিঘাত আর মেকি রাজনৈতিক প্রতিঘাত,
হে ঈশ্বর,তাদের ওপর জন-আন্দোলন হয়ে আসুক নেমে
তোমার পদাঘাত।।