STORYMIRROR

TUHIN SAJJAD SK

Abstract Classics

4  

TUHIN SAJJAD SK

Abstract Classics

আঁধার আলো

আঁধার আলো

1 min
412

সমতল পাহাড়,

পাড়ার এঁদো পুকুরে বিরাট সুনামি,

আজ আমাদের মহল্লায় কুকুরদের ধর্মঘট,

ওরাও নাকি আর ফ্রীতে সার্ভিস দেবে না,

বটেই তো ---

সবাই খেঁকি কুকুর বলে ---

কোন সাম্মানিকই দেয় না!

হিংস্রতা আজ মুখের কথায়,

উঁ হুঁ, কোন‌ ধারালো অস্ত্র আর লাগে না,

দারিদ্রতা সমাজের বোঝা, কলঙ্ক,

যতই নামিয়ে ফেলা যায় ততই ভালো,

তোমার ছেলে কাজ পেলোনা তো আমার কি ---

যাক তবে সব নিপাত যাক!

সীমাহীন মরিচীকা,

পিপাসার জল নেই,

কলসিতে ভরা অমৃত সুরা!

বাহারি শাসন,

লোক ঠকানো সমাজসেবা!

চকচকে ইমারত,

শিক্ষা টুনটুনির আলোই খুঁজছে তার হারানো সত্ত্বা!

কেতাদুরস্ত ভাব --- ভন্ড বা ভাঁড় !

সত্য মিথ্যা হোক ---

মিথ্যের রাজত্ব বাড়বাড়ন্ত,

বিবেকের স্নায়ু নিপিড়িত,

সবাই নেতা ---

সাত্ত্বিক অবহেলিত,

ঘরে কি তবে জ্ঞান বুদ্ধির বাড়ন্ত!!!


Rate this content
Log in

Similar bengali poem from Abstract