STORYMIRROR

Manik Goswami

Drama Fantasy

3  

Manik Goswami

Drama Fantasy

আমরা আধুনিক

আমরা আধুনিক

1 min
248


আমরা আধুনিক |

অতীতকে প্রাচীন করে এগিয়ে চলেছি ঠিক |

মানিনা আমরা দেবদেবীরে

মানিনা আমরা সংস্কারে,

জানতে চাইনা পথ আমাদের মিথ্যা নাকি সঠিক |

মানি আমরা নিজেকে,

এগিয়ে চলার ফাঁকে

যত সম্ভব মুঠি মাঝে ভরে নিয়েই নেবো ঠিক |


ভাবিনা ভবিষ্যতে

যদিও সে দূর হতে

হাতছানি দিয়ে ডেকে ডেকে হয় সারা,

তবুও তাহার প্রতি

আমরা বিরূপ অতি,

ভাবিনা আমরা ওই দূরে গিয়ে একদিন হবো হারা |


আমাদের আছে বল

মনের মাঝে যদিও সদাই করছি টলোমল,

তবু মুখ আমাদের বড়োই বলীয়ান-

ভেঙে পড়া এই শরীরে মেরে টান

বলে- ভবিষ্যতে দূর করে দেয় দিক,

এখন আমরা চলছি বটে ঠিক,

আমরা আধুনিক |


উদর পূর্তির অন্ন পাই না মোরা,

তবুও আমরা নইতো সর্বহারা |

তাকিয়ার 'পরে আরামেতে দিয়ে ঠেস

বিলাসটুকু বজায় রেখেছি বেশ |

মুখে বলি মোরা কত কাজ করি

অফিস-কাছারি বাড়ি বাড়ি ঘুরি,

হাবেভাবে হাঁকডাক |

আসলে তো সব ফাঁক |


ঠান্ডা হাওয়ায় মেজাজি এ বীর

হঠাৎ-ই ছোড়ে শূন্যেতে তীর,

ঘাড় হেলিয়ে আক্রোশে

লড়াই চালায় কোমর কষে,

মান সন্মান সব গেছে ফেঁসে |

তবুও দিনের শেষে

ঘরের বাইরে এসে

আলোচনা কালে গর্বে জানাই,

আমরা এমন হেয় কিছু নই,

পদোন্নতি হয়েছে মোদের

দেশ ও দশের প্রতীক |

আমরা আধুনিক |


চেষ্টা করিনা উন্নতির,

লক্ষ্য শুধু অধিপতির-

সিংহাসনটি কেমন করে

আনবো নিজের মুঠোয় ধরে |

প্রতিপত্তি থাকলেও মোরা

আহ্বান করি কে দেবে সাড়া,

হাত পেতে আছি সবার প্রতি-

স্বীকার করেও নিজেদের ক্ষতি

ক্ষমতা মতো যে যাহা পারে এই হাতে সব দিক |

আমরা আধুনিক |

আমাদের এই চলার পথে আমরা চলেছি ঠিক |



Rate this content
Log in

Similar bengali poem from Drama