আমিই সেই মেয়ে
আমিই সেই মেয়ে


দেখেছিস কি সেই মেয়েকে?
যার চোখে আছে আগুন,
শুধু হারানোর কান্না নয়।
দেখেছিস কি সেই মেয়েকে?
যার বুকে আছে একমুঠো আশা,
শুধু আর্তনাদ নয়।
দেখেছিস কি সেই মেয়েকে?
যার মুখে আছে প্রতিবাদের ভাষা,
শুধু অস্ফুট শব্দ নয়।
দেখেছিস কি সেই মেয়েকে?
যে জানে নিজের অধিকার ছিনিয়ে নিতে,
শুধু সমঝোতা নয়।
আমিই সেই মেয়ে সুপ্ত আছি,
সকল মেয়ের অন্তরে।
শুধু সময়ের অপেক্ষা,
আমাকে খুঁজে নেওয়ার।