আমি তো মেয়ে
আমি তো মেয়ে


কে তুমি ........
তোমায় দেখতে হয় কি ওই রান্না ঘরের ফাঁক দিয়ে
নাকি ব্যস্ত ভীষণ কলম চলছে যখন ৷
সেদিন দিগন্ত ছোঁবে বলে ছুটলে তড়িঘড়ি
তুমি কি সেই আবেগ চঞ্চল কিশোরী ৷
একদিন দক্ষিণ হাওয়া তোমার জানলা জুড়ে
হৃদয়ের সাঁচীস্তূপ ফুলের গন্ধে ভরে ---------
কি জানি খুঁজেছিলে কাকে ;
আজ সবাই তোমায় কি বলে ডাকে ?
তোমার কানে শোনা সে সহস্র ডাক মন্দলাগা বিরক্তি নাকি অনুভূতি জাগা ৷
উঠোন জুড়ে জমে ওঠা কথা
তুমি কি সেই পাগলিনী উদ্ভাসিতা ?
যে রোজ খোঁজে দিনের ফাঁকে
আজও নিজেকে ৷
তোমার ক্লান্ত দিনের রোজনামচা
তোমার ঘর তোমার চাবি র গোছা,
আলমারি র বাঁ দিকে রাখা দরকারী ,
টেবিলে ডাইরি র পাতা গুলো
তোমার প্রিয় বই এ বালি ধুলো ৷
স্রোতের টানে ছোট ছোট আনন্দ
ওঠা নামা বার বার
তোমার সাজানো সংসার ৷
অবহেলা ছিন্নভিন্ন সময়
তুমি একাকী ভীষণ
তোমার অভিমানী মন ৷
বিন্দু বিন্দু সন্দেহ ভীড়
খুঁজে চলা কীসের ফাঁকি
আজ কি তুমি হেমন্তের পাখি ৷
পেরেছো সব হিসেব মেলাতে ?
পেয়েছো খুঁজে হারিয়েছিলে
যা মেয়েবেলাতে ৷
নিয়মের মিথ্যে বেড়াজাল তুমি সভ্যতার যোজন পিছনে,
আর একদিন তুমিই
সৃজনে তুমিই নির্মাণে ৷
তুমি ভয়ে মুখ নীচু বন্দি অত্যাচারের
প্রাচীর জুড়ে
আর একদিন তুমি রাস্তায়
প্রতিবাদের ভীড়ে ৷
তুমি ফুলের নরম অপমানে কেঁদেছিলে সারারাত ,
আর একদিন তুমি কঠিন মন হলো ইস্পাত ৷
দীর্ঘ এক চলাচল
তোমার চোখে চেয়ে দেখা
দিন বদলের গাঁথা ৷
অজস্র জিজ্ঞাসা চিহ্ন চিত্কার করে বলেছিল------
তুমি কে ?
উওরে বলেছিলে আমি তো মেয়ে ৷