আমি তো আছি...
আমি তো আছি...
নদীর পাশ থেকে কিছুটা মাটি, একটু জল -
তুলসি তলায় এনে প্রদীপ জ্বালিয়েছিলাম !
ফেলে রাখা বস্ত্র কুড়িয়ে নিয়েছি ,
ভাঙা চুড়ির সাথে দু-এক ফোঁটা রক্তও রুমালে বেঁধে এনেছি !
আসলে সময়ের কালো রাস্তায় সব কিছু কেমন যেন পাল্টে যায়...
বেশ তো , তোমার বিয়ে করা স্বামীর মঙ্গল হোক !
তবে, এ কেমন বিড়ম্বনা বলো তো ?
তোমার কষ্টে অন্য রাস্তায় বৃষ্টি পরে , বিদ্যুৎ চমকায়
অতিষ্ট হয়ে বন্য পাখিরা নীড়ে ফেরে,
আশাকরি তোমারও সর্ব চেতনার বক্ষে নৌকা ভাসে...
আচ্ছা এই ধরো যদি , তোমার স্বামীর খুব অসুখ
বিছানায় শুয়ে শুয়ে গান শুনছে ,
ঠিক তখনই তোমার সাথে আমার প্রেম করতে ইচ্ছে হলো ,
ফোন টা কি ধরে বলবে " ব্যস্ত আছি " !
ধরো আমার এক্সিডেন্ট হয়েছে , আই সি ইউ তে ভর্তি
একবারও কি আসবে না ?
সমাজের কিছু বাজে নিয়মের জন্যে যদি তোমায় -
রোজ শুয়ে যন্ত্রনা সহ্য করতে হয় যৌনতার ,
তাহলেও কি তাঁকে স্বামী বলে -
সকালের সোনালী আলোয় প্রথম প্ৰণাম করবে ?
নাকি স্নান ঘরের জল মেখে আমাকে বুকে জড়িয়ে বলবে -
" আমার স্বামীর মঙ্গল হোক "...
নাকি আমার দেওয়া চুম্বনে তুমি পুড়তে চাও
ভাসতে চাও স্বাধীন ভাবে, যেভাবে বছর দশেক আগে -
প্রথম স্বাধীন সিদ্ধান্ত নিতে পারতে ,
আর একবার ফিরে চলো সেই প্রথম বিনুনি বাঁধা স্কুল জীবনে !
আমি তো আছি...