।। আমি নারী ।।
।। আমি নারী ।।
আমি নারী! রক্তমাংসে গড়া জীব মাত্র
আমি নারী! নারীত্ব আমার অহংকার,
আমি সীমার মাঝে অসীমের চিত্র-
আমিই মাতৃকা শক্তি, জন্মের আধার।
আমি নারী! নারীত্ব আমার অলংকার
আমি দূর্গা, আমি লক্ষী, আমি শক্তি,
আমি নারী, অদম্য-অক্লান্ত-মহিয়সী
আমি সম্পূর্ণা , আমি একাই স্বাধীন
নই পাত্রী কারো অনুকম্পার।
আমি নারী! মানবজাতির পবিত্র
জন্মস্থান যোনি পথ,
আমি নারী! মানবশিশুর ক্ষুধার সুধা
মাতৃদুগ্ধের অমৃত ভান্ডার স্তনযুগল।
আমি সৃষ্টির মাঝে জন্মলীলার জয়রথ
আমিই স্নেহের সুধাময় সমুদ্র অতল।
আমি নারী! নারীত্ব আমার আভূষণ।
আমি নারী, মা-বোন-স্ত্রী-প্রেমিকা,
আমিই আবার একাধারে গৃহিণী-রাঁধুনী-সেবিকা।
আমিই প্রয়োজনে দানবদলনী
আবার প্রয়োজনে কৃষ্ণের রাধিকা।
আমি নারী! শিশুর নিশ্চিত কোল
আমিই ঘুমপাড়ানিয়া গান,
আমিই আবার সকল দুঃখের
নিশ্চিত সমাধান।
আমি নারী! মমতা আর ভালোবাসার
স্নেহময়ী প্রতিমূর্তি,
আমিই আবার ক্ষুধাতুর দরিদ্রের
অন্নপূর্ণা অন্নদাত্রী।
আমি নারী! আমি বজ্র নিনাদ
আমি বন্হি , ভয়াবহ দাবানল
আমিই আবার নৈরাশ্যহরণী
আমিই অনুশাসন-নিয়মশৃঙ্খল।
আমি নারী! আমিই শক্তি স্বরূপিনী
আমি নিজেই নিজেকে করলাম
পরাধীনতার শিকল মুক্ত,
আমি নারী! হ্যাঁ আমি নারী!
আমিই একাকী মানব জগতে
মাতৃত্বের গরবে গরবিনী।
