আমি কলঙ্ক হতে চাই
আমি কলঙ্ক হতে চাই


আমি গোলাপ নয়,
কাঁটার সুবাস নিতে চাই।
আমি পিচ ঢালা পথ নয়,
গ্রামীণ ধূলোয় হাটতে চাই।
আমি মগ্ধ জোছনায় নয়,
অমাবস্যাতে হাসতে চাই।
আমি সুমধুর কন্ঠে নয়,
অধিকারের বুলিতে আগুন ঝরাতে চাই।
আমি সবুজের ঘ্রাণ নয়,
মরা ঘাসের ধূসর বেদনা চাই।
আমি তৈলাক্ত জীবিতদের নয়,
বিপ্লবীর বুলেটে মোড়া হাড় চাই।
আমি মেকি সমাজের অভিনয় নয়,
ক্ষুধায় কেড়ে খাওয়া কুকুর চাই।
আমি বইয়ের পাতার লেখা নয়,
ডাস্টবিনে আধ খাওয়া সিংগাড়া চাই।
আমি আদরের লালা দেয়া শরবত নয়,
অপুষ্টিতে পলিথিনে ভাতের মাড় চাই।
আমি বহুল আলোচিত মানুষের মত মানুষ নই,
অবজ্ঞায় নাক সিটকানো কলঙ্ক হতে চাই।