STORYMIRROR

Mausumi Pramanik

Abstract

2  

Mausumi Pramanik

Abstract

আমি এক রাত জাগা পাখি

আমি এক রাত জাগা পাখি

1 min
2.9K

আমি যেন এক রাত জাগা পাখি

 ঘুম নেই ক্লান্ত, শ্রান্ত দুটি চোখে,

দ্বিধাহীন কল্পনাতেই বিভোর হয়ে থাকি

হায়! আমি যেন কোন রাত জাগা পাখি।

 

আমি সেই রাত জাগা পাখি

যার গভীর কালো চোখের তারায়

অনাবিল আনন্দের স্বপ্ন।

 যার গল্প গাথায় কল্পতরু উৎসবের হাতছানি

 হায়! আমি সেই রাত জাগা পাখি।

 

আমি একাকিনী, বিরহিনী...

গহীন আঁধারে পথ হারা,

আমি উদ্ভ্রান্ত, আমি অশান্ত

জানি না ঠিক কি যে চাই,

বৃথাই শুধু খুঁজে মরা!

 

ভরা পূর্ণিমার আলো প্রবেশ করে না

আমার অন্তরের অন্তঃপুরে,

ধ্রুবতারার ঔজ্জ্বল্য আর বাঁচতে শেখায় না

আমায়...নতুন করে

তবুও নিজেকে বাঁচিয়ে রাখার কি অদম্য প্রয়াস!

যে চেষ্টায় নেই কোন ফাঁকি।

"বাঁচতে চাই" "বাঁচতে চাই" বলে

চিৎকারে হৃদয়ের সকল শূন্যতা

নিজেই ভরিয়ে নিতে থাকি

হায়! আমি নিদ্রাবিহীন, ছন্দহীন, স্বপনচারিনী,

বেদনা লুকিয়ে রাখি

আমি, অচেনা, অজানা, আনমনা

এক রাত জাগা পাখি!


Rate this content
Log in

Similar bengali poem from Abstract